- মাইম ইন্টারনেট-এর যেকোনো সক্রিয় (অ্যাক্টিভ) গ্রাহক এই রেফারাল প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
- শুধুমাত্র অনলাইন রেফারাল পোর্টাল ব্যবহার করেই রেফার করতে হবে।
২। রেফার করার শর্ত:
- যাকে রেফার করবেন, তিনি যদি কমপক্ষে ৮০০ টাকার প্যাকেজে নতুন সংযোগ নেন, তাহলেই আপনি রিওয়ার্ড পাওয়ার যোগ্য হবেন।
- রেফারাল তখনই সম্পূর্ণ ও সফল হিসেবে বিবেচিত হবে, যখন আপনার রেফারকৃত ব্যক্তি মাইম ইন্টারনেট-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রয়োজনীয় চার্জ পরিশোধ করে ইন্সটলেশন প্রক্রিয়া শেষ করবেন।
৩। রিওয়ার্ড কীভাবে কাজ করবে:
- যাকে রেফার করেছেন, তিনি সফলভাবে সংযোগ নিলে আপনি রিওয়ার্ড হিসেবে একটি নির্দিষ্ট এমাউন্ট পাবেন। যা আপনি মাসিক ইন্টারনেট বিল থেকে ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।
- যাকে রেফার করেছেন তার মাসিক প্যাকেজের মূল্যের ৫০% আপনি রিওয়ার্ড হিসেবে পাবেন।
• ১০০০ টাকা বা তার চেয়ে বেশি মূল্যের প্যাকেজ: প্যাকেজ মূল্যের ৫০% সমপরিমাণ রিওয়ার্ড (১০০০ টাকার প্যাকেজ হলে ৫০০ টাকা, ২০০০ টাকার প্যাকেজ হলে ১০০০ টাকা)
- এই এমাউন্ট আপনার MiME Wallet-এ যুক্ত হবে।
৪। রিওয়ার্ড ব্যবহারের নিয়ম:
- ওয়ালেটে যুক্ত হওয়া এমাউন্ট, ক্যাশ-আউট বা তুলতে পারবেন না।
- এটি শুধুমাত্র আপনার ইন্টারনেট বিল পরিশোধে ব্যবহার করা যাবে।
- মাইম ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিলে ওয়ালেটে জমা থাকা রিওয়ার্ড ফেরত বা হস্তান্তরযোগ্য নয়।
৫। ফর্ম পূরণ:
- প্রতিটি ব্যক্তিকে রেফার করতে আলাদা ফর্ম পূরণ করতে হবে।